কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে শহিদ বুদ্ধিজীবী পালন  উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এডভোকেট মো. সানোয়ার হোসেন ও শিক্ষক মোশাহীদ আলীর যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান,  উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,  কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমানসহ আরো অনেকে। পরে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সন্ধ্যা ৭টায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়,শাব্বীর এলাহী,পিন্টু দেবনাথ,নির্মল এস পলাশ,আশহাবুজ্জামান শাওন,আহমেদুজ্জামান আলম,সোমেন্দ্র সিংহ,সাদিকুর রহমান সামু ও আকাশ আহমেদ প্রমূখ।আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version