হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনাটি ঘটেছে।নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। এছাড়া সে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে।
এদিকে মেয়ের মৃত্যুতে পাগল প্রায় বাবা চিতকার করে কাদছেন আর বার বার মূর্চা যাচ্ছেন। এতে গোটা এলাকা জুড়ে চলছে শোকের মাতম।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, ওই নারীকে দুপুরের অনেক আগে থেকেই রেল লাইনের উপর বসে ছিলো। এর কিছুক্ষন পর বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি আসে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই ওই নারী ট্রেনটির সামনে লাফ দেয়। আর সাথে সাথে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের ভাই নবিউল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে বোন জামাই রোকনের সাথে আমার বোনের ঝগড়া হয়। এরপর আমার বাড়িতে চলে আসে। এছাড়া সে প্রায় ৫ মাসের অন্তসত্বা ছিলো। সকালে ক্লিনিকে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়। পরে দুপুরের দিকে আমরা খবর পাই আমার বোন ট্রেনে কাটা পড়েছে। এছাড়া সে তার স্বামীর বাড়িতে দু-বার গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়ার চেষ্টা করছিলো।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, ঘটনাটি আমার ইউনিয়নে ঘটেছে। তবে ওই নারীর বাড়ি টংভাঙ্গা ইউনিয়নে। সে কিছুদিন আগে বাবার বাড়ি সাদা পাগলার মাজার এলাকায় বেড়াতে এসেছিলো।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস আলী বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। মরদেহটি থানায় নিয়ে আসা হবে। আর তদন্তের পর বলা যাবে আসলে তিনি আত্মহত্মা করেছেন কিনা।

Share.
Leave A Reply

Exit mobile version