রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনআরবিসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার সোনালী ব্যাংকের নিচতলায় এনআরবিসি ব্যাংক কালিরবাজার উপ-শাখা অফিসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের শাখাটির উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।

এনআরবিসি ব্যাংক কালির বাজার উপ-শাখার ইনচার্জ দিবাকর চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, এনআরবিসি ব্যাংক গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার (এভিপি) তরিকুল ইসলাম, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এনআরবিসি ব্যাংক সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার (এসইও) রেজাউল কাফি, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মিলন প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। এরই মধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেওয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।

Share.
Leave A Reply

Exit mobile version