আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে আওয়ামা লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এ ঘোষণা দেন।
এ আসনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ফোরকান হোসেন ও জাকের পার্টির ফারুক আহম্মেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দীন ইমরানের প্রার্থিতা বাতিল হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।