নানা কর্মসূচিতে খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (০২ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারায় সেনা রিজিয়নের উদ্যোগে  দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের হয়।

শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

এ সময় পার্বত্যাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় আহ্বান জানান তিনি।

সামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুর্গম পাহাড়ের সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পার্বত্য চট্টগ্রামে প্রায় দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ করার জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ইতিহাসে যা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নামে পরিচিতি।

Share.
Leave A Reply

Exit mobile version