পলাশবাড়ী( গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় চোরকে ধরতে গিয়ে আরিফ মিয়া (২৭) নামের এক যুবক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন। এসময় ইদ্রিস আলী (২৯) গুরুতর আহত হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে উপজেলার গোবিন্দগঞ্জ-নাকাইহাট ভায়া সড়কে এ ঘটনা ঘটে।
আরিফ মিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের মৃত রুস্তম ফকিরের ছেলে,এবং আহত ইদ্রিস আলী একই গ্রামের আব্দুস সাত্তার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে বাজারে এক চোর আটক হলে সেই চোর দৌঁড়ে পালিয়ে যায়। এ চোরকে ধরার জন্য আরিফ মিয়া মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে গেলে আরিফ ও ইদ্রিস গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা- ৪ (গোবিন্দগঞ্জ) আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহত ইদ্রিসকে হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা ও সার্বিক সহযোগিতাসহ ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন।