দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদকে সামনে রেখে প্রার্থী ঘোষণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো বড় দলগুলোর পাশাপাশি তৃণমূল বিএনপি, বিএনএম, ইসলামিক যুক্তফ্রন্টের মতো ছোট দলগুলোর প্রার্থীরাও এরইমধ্যে মনোনয়ন সংগ্রহ করে জমাদান করেছেন। মৌলভীবাজার জেলার মোট চারটি আসনে এ পর্যন্ত মনোনয়ন কিনেছেন ৩০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন কিনেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৩০ জন প্রার্থী।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের শেষদিন পর্যন্ত জেলার একাধিক আসনে দাঁড়ানো প্রার্থী ও জেলা রিটার্নিং অফিসের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) , তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামীক ফ্রন্ট, বিকল্প ধারাসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, মৌলভীবাজারের মোট চারটি আসনের মধ্যে সবথেকে বেশি প্রার্থী মনোনয়ন কিনেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে। এ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনীত প্রার্থী জিল্লুর রহমান ছাড়াও নির্বাচনের মাঠে মনোনয়ন কিনেছেন আরও ৮ জন প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এম এ রহিম সিআইপি এবং সাদিকুর রহমান, জাসদের আব্দুল মোসাব্বির, জাতীয় পার্টির রুহুল আমিন, মো. আলতাফুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম, এনপিপির মো. আবু বকর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ মনোনয়ন পত্র কিনেছেন।

এরপরে প্রার্থীতার দিক থেকে এগিয়ে আছে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ছাড়াও মাঠে থাকছেন আরও ৭ জন প্রার্থী।

মৌলভীবাজারের চারটি আসনে যারা মনোনয়ন কিনেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদ্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ প্রাপ্ত অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, মো. আব্দুল মতিন, জাসদের পক্ষে মো. বদরুল হোসেন, তৃণমূল বিএনপি থেকে এম এম শাহীন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী, ইসলামী ফ্রন্ট থেকে আব্দুল মোস্তাকিম তামিম, বিকল্প ধারাকে মো. কামরুজ্জামান সিমু মনোনয়ন কিনেছেন।

এছাড়া, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিনসহ মোট ৪ জন এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার মাঝি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদসহ মোট ৬ জন মনোনয়ন সংগ্রহ কিনেছেন। ইতিমধ্যে মনোনয়ন পত্র জমা দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত।

উল্লেখ, আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন পত্র সংগ্রহ করা এবং জমাদানের শেষ দিন। আজ বিকেল ৪টা কার্যদিবসের মধ্যে মনোনয়ন জমাদান করতে হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version