পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা অবরোধের সমর্থনে হঠাৎ লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে পলাশবাড়ী পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এসময় হাতে লাঠি নিয়ে মহাসড়কে বসে পড়েন তারা।
রোববার (২৬ নভেম্বর) দুপুরের দিকে পলাশবাড়ী-গাইবান্ধা মহাসড়কের রাইসমিল নামক স্থানে এই কর্মসূচি পালন করে।
পলাশবাড়ী পৌর-বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুলের নেতৃত্বে মিছিলটি রাইসমিল থেকে শুরু হয়ে গ্রামীন ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সভাপতি মিল্লাত সরকার মিলন, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক, ছাত্রদল নেতা জাকারিয়া জিম, রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হাসান প্রমুখ। এছাড়া আরও অংশগ্রহণ করেন অঙ্গসহযোগীর নেতাকর্মীরা।