দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আজ রোববার সকাল ছয়টা থেকে সপ্তম দফায় দেশব্যাপী চলছে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো এ অবরোধ পালন করছে। আগামী মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এই কর্মসূচি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব  রুহুল কবির রিজভী।

অবরোধের প্রথম দিনে দেখা গেছে, রাজধানীতে যানবাহন চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও খুব একটা চোখে পড়ছে না। তবে, সময়ের সাথে এই সংখ্যা বাড়বে- এমনটাই প্রত্যাশা নগরবাসীর।

এদিকে, গাবতলীসহ রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতেও তেমন চাপ দেখা যায়নি। সীমিত আকারে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ খুব একটা নেই।

অন্যদিকে, ক্ষমতাসীনরা নির্বাচনকে হাসি-তামাশা আর প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। বলেন, নিজের লোকদেরকে সাজিয়ে নির্বাচন কমিশন করেছেন। সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষাসহ সবকিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য একজন ব্যক্তি এসব করছে। আর তার লোকজনদেরকে অবাধে দুর্নীতি আর টাকা পাচার করার জন্য গোটা জাতিকে তিনি ফাঁসির দড়ির মধ্যে বন্দি করে রেখেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version