মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যেদিয়ে কালকিনি উপজেলার সবচেয়ে বড় সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩১তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এস.এম এ রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ সোহরাফ হোসেন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম দাশ।

সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি সোহরাফ হোসেন কিরন, ঋণ কমিটির মোঃ রেজাউল করিম, পর্যবেক্ষণ কমিটির জীন্নাত আলী খন্দকার, শিক্ষা কমিটির শাহ আলম মিন্টু। পরে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেওয়া হয়।

নবনির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি আঃ মান্নান ফকির, সহ-সভাপতি মোঃ শহিদুল হক সরদার, সেক্রেটারি মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ এম এম শহিদুল ইসলাম (টুটুল), সদস্য মোঃ বাদশা মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ সাদিকুর রহমান, মোঃ হাসেম ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ শহিদুল হক, সাবেক সভাপতি আঃ মান্নান ফকির, প্রতিষ্ঠাতা সদস্য সোহরাফ মোল্লা, কোষাধ্যক্ষ এনামুল হক জুয়েল, সদস্য মোঃ সালাম মুন্সী, এস এম শহীদুল ইসলাম, মোঃ বাদশা মিয়া, মনির হোসেন, মোহাম্মদ আলী মিয়া, ঝণ কমিটির সভাপতি রেজাউল করিম, সম্পাদক মিজানুর রহমান, সদস্য রফিকুল ইসলাম শিপন, পর্যবেক্ষণ কমিটির সম্পাদক মোঃ মিয়াজ উদ্দিন সরদার, সদস্য মোঃ জাহাঙ্গীর কাজী, শিক্ষা কমিটির সম্পাদক মোঃ এনামুল হক মুজাম, সদস্য ওয়াহিদ মোল্লা, অত্র সমিতির সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version