মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি : – বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালীতে অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষখালী নদীতে আজ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকার ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য বিভাগ পাথরঘাটা এর সাথে সমন্বয় করে জব্দকৃত জল পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version