হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় তিন গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় একটি কালো রং এর ষাড় উদ্ধার করা হয়।

রবিবার (১৯ নভেম্বর) সকালে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার টংভাঙ্গা এলাকায় তাদেরকে আটক করে স্থানীয়রা।

আটককৃতরা হলেন, উপজেলার টংভাঙ্গা এলাকার রমজানের ছেলে বাবুল হোসেন(২৯), সুমন মিয়া(২৫) ও একই উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার আমজাদের ছেলে সেলিম(২৯)।

এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন বলেন, রবিবার ভোর রাতে উপজেলার টংভাঙ্গা এলাকার বাসিন্দা আলী আকবরের বাড়ি থেকে একটি কালো রং এর ষাড় চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই তিওন জনকে আটক করে স্থানীয়রা। তারপরে তাদেরকে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে আটক করে রাখা হয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল বলেন, গরু চুরির ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গরুর মালিক লিখিত অভিযোগ দিলে মামলা দায়েরের পর আটককৃতদের জেলহাজতে পাঠানো হবে।

Share.
Leave A Reply

Exit mobile version