গাইবান্ধা প্রতিনিধি: “পরিস্কার পরিচ্ছন্ন গাইবান্ধা “এই স্লোগানকে সামনে রেখে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ।

১৭ নভেম্বর শুক্রবার সকালে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যদের আয়োজনে রেলওয়ে স্টেশন চত্বরে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে সংগঠনটির ১৫ জন স্বেচ্ছাসেবক। এসময় তারা শহরের পরিবেশ রক্ষায় যথাস্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে ।

ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক জিহাদ আকন্দ বলেন, আমরা নিজেরাই এই শহরটি ব্যবহার করি আবার নিজেরাই শহরকে নোংরা করছি সচেতনতার অভাবে । ময়লা আবর্জনা ফেলার জন্য শহরে জনবহুল এলাকায় ডাস্টবিন থাকলেও আমরা সেটি ব্যবহার না করে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছি । আমাদের সংগঠনের লক্ষ্য পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সচেতন করার মাধ্যমে গাইবান্ধা শহরকে একটি বাসযোগ্য শহরে পরিণত করা ।

Share.
Leave A Reply

Exit mobile version