তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের সবল করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতাধিক স্কুলে চালু হওয়া রিডিং ও রাইটিং হসপিটাল কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে করণীয় বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ।
এ সময় আরো বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান শ্রী ভানুলাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, বিএমএ শ্রীমঙ্গল’র সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যাণ দেব, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীমঙ্গলে শিক্ষার হার বাড়াতে চা বাগান এলাকায় ৩৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। যার ফলে শ্রীমঙ্গল উপজেলায় এখন অনেকাংশে ঝড়েপড়া বন্ধ হয়েছে। একই সাথে করোনায় লেখাপড়া না করায় বর্তমান তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর একটা অংশ রিডিং ও রাইটিংএ অনেক দুর্বল। এই শিক্ষার্থীদের জন্য স্থাপিত হয় রিডিং ও রাইটিং হসপিটাল। যেখানে খেলার ছলে শিখানো হয় রিডিং পড়া। যা বর্তমান সময়ে অনুকরণীয় একটি কৌশল অবলম্বন। বক্তারা বলেন, শুধু শ্রীমঙ্গল নয় সারাদেশের দুর্বল শিক্ষার্থীদের জন্য দেশের সর্বত্র এই কৌশল চালু করা প্রয়োজন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, শ্রীমঙ্গল উপজেলায় যোগদানের পর তিনি নিয়মিত বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের এ দূর্বলতা উপলব্দি করেন। এ পেক্ষিতে এর সমাধানে শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। শ্রীমঙ্গল সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ভূইয়া বিশেষ এই কৌশলটির প্রস্তাবনা দেন। পরবর্তীতে এই প্রস্তাবনাকে আরো যোগপোগী করে শতাধিক বিদ্যালয়ে কার্যক্রমে শুরু করি। যার ভালো ফলাফলও পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক দূর্বল শিক্ষার্থী এখন রিডিং পড়তে পাড়ে।
এ সময় বিশেষ এই কৌশল আবিস্কারের জন্য শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও শ্রীমঙ্গল সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ভূইয়াকে সম্মাননা প্রদান করা হয়।