দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগরে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় অবরোধ কর্মসূচির ২য় দিনে মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে মধ্যনগর উপজেলা বিএনপি।এসময় দুই জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

আজ বিএনপির ৪র্থ দফার ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে এই প্রথম সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদের নেতৃত্বে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মধ্যনগর টু ধর্মপাশা সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

বিএনপির ডাকা ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালিত হচ্ছে। মাঠে নেই মধ্যনগর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বেশীরভাগ পদধারী নেতা। গত ৩১ অক্টোবর থেকে চলমান অবরোধের সমর্থনে মিছিল কিংবা কোনো সভা-সমাবেশ দেখা যায়নি দলটির নেতাকর্মীদের।একরকম বন্ধই রয়েছে দলটির কার্যালয়। এছাড়া গ্রেফতার আতঙ্কে উপজেলা বিএনপি সহ বিভিন্ন ইউনিয়নের শীর্ষ-মধ্যম শ্রেণির নেতারা রয়েছেন আত্মগোপনে।চতুর্থ দফার ৪৮ ঘন্টা অবরোধ কে সমর্থন জানিয়ে এই প্রথম মধ্যনগর উপজেলা বিএনপির ব্যানারে সড়কে অবরোধ করতে দেখা গিয়েছে এম শহীদের নেতৃত্বে নেতাকর্মীদের।

এসময় সাবেক চামারদানি ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ওয়াসিল আহম্মেদ ও রেজাউল নামে বিএনপির দুই কর্মী কে মধ্যনগর থানা পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version