দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আজ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ইউরিয়া সার কারখানার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে দীর্ঘ ১৯ বছর পর আজ রোববার (১৩ নভেম্বর) নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে গিয়ে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা।

আজ বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে ঘোড়াশালের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় ফার্টিলাইজার প্ল্যান্টটি ঘুরে দেখবেন তিনি। সেখানের একটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত ব্রিফ দেয়া হবে। পরে সার কারখানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একইসাথে ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কারখানাটিতে প্রতি বছর ৯ লাখের অধিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। এর মাধ্যমে ইউরিয়া সার আমদানিতে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বাংলাদেশের। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ৩০ হাজার মানুষের।

ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন উপলক্ষে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে অত্যাধুনিক কারখানাটির নানা দিক তুলে ধরেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে দলীয় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জেলা শহরের মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দলীয় জনসভা। তার আগমন উপলক্ষে জেলাজুড়ে চলছে উৎসবের আমেজ। উচ্ছ্বসিত জেলার মানুষ ও দলীয় নেতাকর্মীরা।

এ সার কারখানা প্রকল্প বাস্তবায়নে মোট ১৫ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার ৯২০ কোটি টাকা বৈদেশিক ঋণ, যা পরিশোধ করতে ১০ বছর সময় লাগবে। কারখানাটির দৈনিক ২ হাজার ৮০০ টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে সিসিক্যামেরা।

সবশেষ ২০০৪ সালে নরসিংদী সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৯ বছর পর আবারও সেখানে যাচ্ছেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version