লিমন সরকার ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদ বলেছেন, ক্ষমতা পরিবর্তনের মাধ্যম হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে বিভ্রান্ত হবেন না। দেশে নির্বাচন হবেই আর এ নির্বাচনে আপনারা স্বতস্ফুত ভাবে গিয়ে ভোট দিবেন। কারো বিভ্রান্ত মুলক কথায় কান দেবেন না।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কুশারীগাও-সেনুয়া সড়ক পাকা করণ কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মঈনুদ্দীন-ফখরুদ্দীন সরকারের কথা আরমিরা (সেনাবাহিনী) ভুলেন নি। ক্ষমতা যাওয়া পর তারা কেউ দেশে থাকতে পারেননি। সেজন্য তারা (সেনাবাহিনী) ক্ষমতা নিতে চায় না। তারাও নির্বাচন চান।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু হোসেন মিস্টারের সভাপতিত্বে কেএস স্কুল মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবে ছাত্র নোতা ও সাংসদ পুত্র শামসু হাবিব বিদ্যুৎ, উপজেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান প্রমূখ।
উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় এক কোটি টাকায় ঐ সড়কে এক কিলোমিটার কাচা সড়ক পাকা করা হবে। এতে ঐ এলাকার সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে অনেশ সুবিধা পাবেন।

Share.
Leave A Reply

Exit mobile version