দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইলিশ মাছের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ রক্ষায় সরকার নির্ধারিত ২২ দিনে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান পরিচালনা করে সর্বমোট ৭ লাখ ৩৪ হাজার ৭ শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।জব্দকৃত জালের মূল্য আনুমানিক ১ কোটি ৪৮ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়া এ সময়ে ৫৪০ কেজি মা-ইলিশ জব্দ করে তা এতিমখানায় বিতরণ করা হয় । এসব অপরাধে হাতেনাতে আটক করা হয় ২৭জন জেলেকে। এর মধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ জনকে কারাদন্ড এবং ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এ তথ্য জানান।

তিনি জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। এর ফলে গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশের প্রজনন এলাকায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা সবার সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সক্ষম হয়েছি। এর ফলে এ বছর এবং আগামী বছর নদীতে ইলিশের দেখা পাবে জেলেরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version