দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: নিলাম হয়েছে স্থানীয় একটি স্কুলের পুরাতন ভবন। অথচ সংশ্লিষ্ট নিলাম ডাককারী ব্যক্তির লোকজন পুরাতন ভবনের সঙ্গে কারচুপি করে নিয়ে গেছে ভবনের ভেতরে থাকা পাঠদানে ব্যবহৃত লোহার বেঞ্চ। তারমধ্যে কিছু বেঞ্চ পাঠানো হয়েছে স্কুলের এসএমসি সভাপতিসহ সদস্যদের বাড়িতে।

এদিকে নিলাম ছাড়াই স্কুলের বেঞ্চ নিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে অবগত নন উপজেলা নিলাম কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী। সম্প্রতি এমন অনিয়ম-দুর্নীতির ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অনুসন্ধানে জানা গেছে- এ স্কুলের একটি পুরাতন ভবন নিলামের জন্য ওই ভবনের নানা উপকরন উল্লেখপূর্বক মে মাসে প্রায় একলক্ষ টাকার একটি প্রাক্কলন তৈরী করে দেন উপজেলা স্থানীয় সরকার প্রকোশলী (এলজিইডি) অসিত বরণ দেব। এতে উল্লেখ ছিলনা বেঞ্চের কথা। ভবনটির প্রাক্কলন মুল্য প্রায় এক লক্ষ টাকা হলেও এটি প্রকাশ্য নিলাম ডাকে মাত্র ৮ হাজার ৬শ টাকায় পেয়ে যান হারুন অর রশিদ নামে স্থানীয় এক ব্যক্তি। নিলামকৃত পরিত্যাক্ত ভবনটির মালামাল স্কুলের প্রধান শিক্ষক ও একজন উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সরিয়ে নেয়ার জন্য জুলাই মাসে কার্যাদেশ প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম। কার্যাদেশ পেয়ে সংশ্লিষ্ট নিলাম ডাককারীর লোকজন উল্লেখিত ব্যাক্তিদের অনুপস্থিতিতেই নিলামকৃত ভবনটি ভেঙ্গে এর মালামাল নিয়ে যান। এসময় তারা স্কুল কর্তৃপক্ষকে ম্যানেজ করে নিলাম ছাড়াই কারচুপির মাধ্যমে স্কুলের পাঠদানে ব্যবহৃত লোহার এঙ্গেলের তৈরী লক্ষাধিক টাকার বেঞ্চও নিয়ে গেছেন। এরমধ্যে কিছু বেঞ্চ পাঠানো হয়েছে স্কুলের এসএমসি সভাপতিসহ কয়েকজন সদস্যদের বাড়িতে।

এ বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ জানান- নিলামে বেঞ্চের কথা উল্লেখ না থাকলেও ডাককারীর লোকজন বেঞ্চগুলো নিয়ে গেছেন। বেঞ্চ নেয়ার সময় বাঁধা দিলেন না কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন-‘আমি তাদেরকে বলেছিলাম স্কুল খোলার দিন নিলামের মালামাল নিতে কিন্তু তারা বন্ধের দিন আমার অনুপস্থিতিতে বেঞ্চগুলো নিয়ে গেছে।’

নিলাম ডাককারীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য আজহারুল হক ফরিদ জানান- ‘মূল নিলাম ডাককারী হারুন অর রশিদের কাছ থেকে নিলামকৃত ভবনটি কিনে তা অপসারণ করেছেন তিনি। নিলামের মালামাল অপসারনের সময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক মিয়া ও এসএমসি সভাপতির স্বামী মামুন উপস্থিত ছিলেন। এসময় বেঞ্চ নেয়ার ক্ষেত্রে তারা কোন বাঁধা দেননি।’

এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে নিলাম ডাককারী হারুন অর রশিদ সাংবাদিকদের জানান- এ স্কুলের নিলাম ডাক পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য আজহারুল হক ফরিদ ও স্কুল কমিটির সভাপতির স্বামী মামুনের কাছে তা বিক্রি করে দেন। কারচুপির মাধ্যমে যদি তারা বেঞ্চ নিয়ে থাকেন তাহলে অন্যায় করেছেন। তাদের শাস্তি হওয়া উচিত বলে তিনি মনে করেন।

স্কুলের এসএমসি সভাপতি আঞ্জুয়ারা বেগম সাংবাদিকদের জানান- নিলামের মালামাল সরানোর সময় পুরাতন কয়েকটি বেঞ্চ নেয়া হয়েছে। তবে এগুলো নিলাম ডাকের মধ্যেই ছিল বলে তিনি দাবি করেন।

উপজেলা প্রকৌশলী অসিত বরন দেব জানান- উল্লেখিত স্কুলের পুরাতন ভবন নিলামের প্রাক্কলনে ফার্নিচারের কথা উল্লেখ করা হয়নি। নিলামকৃত ভবন সরিয়ে নেয়ার ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক স্বাক্ষরিত কার্যাদেশ সম্বলিত চিঠি তিনি পাননি। তাই নিলাম ছাড়াই স্কুলের বেঞ্চ নিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

উপজেলা শিক্ষা প্রাথমিক অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন- ‘নিলাম ছাড়াই স্কুলের বেঞ্চ নিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক আমাকে অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

 

টিএমবি/এইচএসএস 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version