দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে। এই দিনেই নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র জানায়, ১ নভেম্বর বেলা ৩ টায় সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে এ বৈঠকের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে এ দিন ঠিক করে দেন প্রধান বিচারপতি।

আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরণের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছে।
 
যেহেতু ১ নভেম্বর শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা, এক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Share.
Leave A Reply

Exit mobile version