মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কবিতা: চিরন্তন মরণ

চিরন্তন মরণ

আমার হৃদয়ের ক্রন্দন আকাশ
নয়ন ভাসায়নি নীরের বিকাশ।
ক্লান্ত পৃথিবী দিতে চাহে বিদায়
অধিকার নেই মোর বাঁচার উপায়।
অস্রু রিক্ত ভরা এ মন
চিরতরে যাব পরলোক গমন,
আর নহি হবো আগমন এ ত্রিভুবন
হাসি মুখে থেকো নিখিল ভুবন।
বনের পঙ্খি বলেনা কথা
নির্বাক হয়ে গেছে মনের ব্যাথা।
সাগরে বুকে নহি আজ ঢেউ
নির্সঙ্গ হয়ে গেছি পাশে নেই কেউ।
এক বিন্দু জলের লাগি
মরুর প্রাণ জাগি
করে আহা কার,
নিখিল বিশ্ব জাগি
দেখেনি একে বারের লাগি
আমি এক ভীরু বেকার।
আলো ফুরিয়ে নীলিমা এলো
গহিন তিমির জাগেনি পূর্নিমার আলো।
হাওয়াতে নেইকো স্থিরতা
নীরবে জরে যাচ্ছে বৃক্ষের পাতা!
মোর ভূমিতে হয়না দানা সৃষ্টি
মাটি হইলো চৌচির অনাবৃষ্টি।
দিগন্ত হতে দিগন্ত কোথায় নেইকো সান্ত
দোলার ঘুড়নিতে ডোবে আছি
আমি ভরা ক্লান্ত।
ঘুমন্ত অগ্নিগিরি হয়ে জলন্ত
মোর স্পন্দন মহাসাগর গেল শুঁকিয়ে
আমি নিরবে চলে যাব এটাই চিরন্ত।

কবিতা: চিরন্তন মরণ
লেখা: মাহফুজুর রহমান পলাশ

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version