দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে এম নুর মোহাম্মদ
কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অবৈধ মাদকদ্রব্য ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবেলটসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত রোহিঙ্গারা হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এফসিএন ২৭৭১৬২ ব্লক-এ/৪ এর বাসিন্দা আবুল হাসেমের মেয়ে ও মোঃ রিয়াজের স্ত্রী রফিকা (২৫) এবং লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন-২৫৪১২৮ ব্লক-আই/২ এর বাসিন্দা
কালা মিয়ার মেয়ে ও দীল মোহাম্মদের স্ত্রী
নুরজাহান (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোহাম্মদ জোবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে উখিয়া-টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল,পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের পরিচালানায় টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানার বিশেষ চৌকষ টিম থানা এলাকায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান পরিচালানা করে আটককৃত ধৃত আসামী রফিকা(২৫) এর বসত ঘর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এবিষয়ে টেকনাফ মডলে থানার মামলা নং-৬৪/৭৫৯, ইং ২৪/১০/২০২৩ তারিখ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(গ) ধারায় রুজু হয়। আটককৃত রোহিঙ্গা নারীদেরকে বিজ্ঞ আাদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version