জেলা প্রতিনিধি ঝালকাঠি।।
গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে সমমনা জোটের আইনজীবীদের সমন্বয়ে ঝালকাঠিতে ইউনাইটেড ল ইয়ার’র্স ফ্রন্ট কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির হলরুমে একমিটি গঠন করা হয়েছে।
ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য সহ সমমনা আইনজীবীদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বারের সাবেক সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবীর বাবুল, জেলা জামায়েতের আমীর এ্যাড. মোঃ হাফিজুর রহমান, ঝালকাঠি বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ জহুরুল হক খোকন, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মাহেব হোসেন, বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাড. বি এম আমিনুল ইসলাম, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর যুগ্ম সম্পাদক এ্যাড. শামিম আলম বাবু, জামায়াতে নেতা এ্যাড. মোঃ নাসির উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এ্যাড. মোঃ সোহেল আকন, এ্যাড. আনিসুর রহমান খান, এ্যাড. তরিকুল ইসলাম, এ্যাড. মোঃ আল আমিন হাওলাদার, এ্যাড. মোঃ মুশফিকুর রহমান বাবু প্রমুখ।
বক্তারা ফ্যাসিবাদী শাসন থেকে দেশের মানুষকে রক্ষা এবং বিচার ব্যবস্থায় সরকারের অবৈধ প্রভাব বিস্তার বন্ধে আইনজীবীদের ঐকবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে সাহসী ভুমিকা রাখার জন্য সকল আইনজীবীদের নিয়ে নতুন প্লটফর্ম গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নামে সরকারের আজ্ঞাবহ পুলিশ কর্তৃক দায়েরকৃত মিথ্যা ও গায়েবী মামলায় আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে আইনগত সহায়তা প্রদান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় প্রস্তাবনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির সদস্য সচিব, বারের সাবেক সাধারন সম্পাদক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনকে আহ্বায়ক, বাংলাদেশ ল ইয়ার’র্স কাউন্সিল জেলা শাখার সভাপতি, বারের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, জামায়াতের সাবেক সেক্রেটারী এ্যাড. বিএম আমিনুল ইসলাম কে সদস্য সচিব, এবং এ্যাড. মোঃ হুমায়ুন কবীর বাবুল, এ্যাড. জহিরুল হক খোকন, এ্যাড. মাহেব হোসেন, এ্যাড. মোঃ কাঞ্চন মিয়া, এ্যাড. মোঃ শামিম আলব বাবু ও এ্যাড. মিজানুর রহমান মুবিন কে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যদের ইউনাইটেড ল ইয়ার’র্স ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন করা হয়।