আজ ১৯ অক্টোবর ২০২৩ বেসরকারী উন্নয়ন সংস্থা পপি’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ” জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীন নারীর ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন জনাব শাকিলা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, নিকলী, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার জনাব আহসানুল ওয়াহেদ। এছাড়াও নিকলী উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, নারী নেতৃ, সাংবদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগীসহ প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা ও সঞ্চালনা করেন পপি-ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী জনাব এস এম রেজাউল হক মামুন এর সভায় বক্তাগণ জলবায়ু পরিবর্তন ও কৃষিতে নারীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বিশেষ করে হাওড় অঞ্চলের নারীদের জলবায়ু পবরবর্তনের কারনে কৃষি উৎপাদনে কি কি সমস্যা রয়েছে এবং এসকল সমস্যা কাটিয়ে উঠার জন্য কি ধরণের উদ্যোগ নেওয়া যেতে পারে তা তুলে ধরে সরকারের দৃষ্টি আর্কষণ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version