দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

আজ ১৮ অক্টোবর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও ‘সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা’সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শাভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২টায় শেখ রাসেল হল চত্বর বক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. মোবারক হোসেন, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, অফিসার্স এসোসিয়েশনের আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক এস. এম. গোলাম হায়দার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সকল অনুষদের ডিন, শাখা ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্বদ্যিালয়ের কেদ্রীয় মসজিদ জাতির পিতা বঙ্গবন্ধু শপখ মুজিবুর রহমান ও শেখ রাসেলসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল এবং বিকেলে মন্দির প্রার্থনার আয়োজন করা হয়। বিকেল ৩ টায় প্রশাসনিক ভবনের ৪১২ ও ৪১৬ নম্বর কক্ষে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ও অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ‘সুন্দর হাতপর লেখা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের উদ্যােগ ও ছাত্রলীগের সহযোগিতায় আলোচনা সভা, কুইজ প্রতিযাগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version