দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ লক্ষ্যে আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘ইতোমধ্যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। যেহেতু নির্বাচনি মালামালগুলো স্থানীয়ভাবে এসব অফিসে রাখা হবে, সেক্ষেত্রে নিরাপত্তা জোরদার করাও প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে এটা রুটিন কাজ।’

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনি মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসগুলোয় সংরক্ষণ করা হবে। জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যে জনস্বার্থে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের এসব অফিসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন। এ লক্ষ্যে নভেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণার আগেই সব ধরনের নির্বাচনি মালামাল কেনাকাটা, মুদ্রণসহ সংগ্রহ শেষ ধাপে রয়েছে। তফসিলের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ব্যালট পেপার মুদ্রণ হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষ করে আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস ও থানা নির্বাচন অফিসসগুলোতে এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

Share.
Leave A Reply

Exit mobile version