তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদরে প্রথমবারের মতো শুরু হয়েছে পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও টেকসই ইউনি-ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজ। ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চলছে একাটুনা-উলুয়াইল-সম্পাসী ৪১১০ মিটার রাস্তা মেরামত কাজ।

মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারেরর সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।

প্রকৌশলীরা বলছেন, বিটুমিনাস কার্পেটিং করতে পিচ পোড়াতে হয়। এতে পরিবেশের অনেক ক্ষতি হয়। এ ছাড়া বর্ষায় বিটুমিনের কাজ করা যায় না। তবে ইউনিব্লক দিয়ে বর্ষায়ও কাজ করা যাচ্ছে। বৃষ্টিতে বা জলাবদ্ধতায় বিটুমিনের সড়ক নষ্ট হলেও ইউনিব্লক দিয়ে তৈরি সড়ক নষ্ট হবে না। ইউনিব্লক দিয়ে সড়ক নির্মাণ বা সংস্কারের পদ্ধতিও অনেক সহজ। আরসিসির মতোই এই সড়ক টেকসই ও দীর্ঘস্থায়ী হয়।

নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ আই নিউজকে বলেন, সড়ক, মহাসড়ক ও স্থাপনা নির্মাণের জন্য আবাদি জমি বা জমির টপসয়েল কেটে ভাটাগুলো তৈরি করছে ইট। এতে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি কমে যাচ্ছে। সেই সঙ্গে ভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।

এসব কারণে ২০২৪ সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিনাস কার্পেটিং এবং ইটের বদলে শতভাগ ইউনি ব্লক ব্যবহার করতে চায় সরকার। এই ইউনি ব্লক তৈরিতে পাথর, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। এটি দিয়ে নির্মিত সড়ক দেখতেও সুন্দর।

এলাকাবাসী বলছেন, ‘জীবনে এমন সড়ক দেখিনি। সড়কের দুই পাশে লাল রঙের ব্লক আর মাঝখানে সাদা রঙের ব্লক দেয়ায় খুবই সুন্দর লাগছে দেখতে।’ তারা আশা করছেন পরিবেশবান্ধব ইউনি ব্লকের ব্যবহার বাড়লে ইটের ব্যবহার বন্ধ হবে।

এই সড়কটি নির্মাণের মধ্য দিয়ে প্রবাসী অধ্যুষিত এলাকার গ্রামগুলোর যোগোযোগ ব্যবস্থা ও আরো উন্নত হবে। এলাকাবাসীর ভোগান্তি বিহীন মৌলভীবাজার জেলা শহরে যাতায়াত করতে সহজলভ্য হবে।

Share.
Leave A Reply

Exit mobile version