রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট এই অভিযানে অংশ নেয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত ব্যক্তি মো. আনিসুর রহমান। তিনি বলেন, রাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের অভিযানে অংশ নেয়।
প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে গিয়ে একজন ফায়ার ফাইটার কিছুটা আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার এবং স্কাউট সদস্যরা।