ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান আলম (বাঁয়ে), লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক আগামী ৫ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান আলম (বাঁয়ে), লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক বৈঠকে ওই দুই আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। গণভবনের ফটকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই বিষয়ে ব্রিফিংও করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঞা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। তিনি মারা গেলে আসনটি শূন্য হয়। এই আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ১৬ জন দলীয় ফরম কিনেছিলেন।

অন্যদিকে সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল মারা গেলে লক্ষ্মীপুর-৩ আসন শূন্য হয়। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১৪ জন।

Share.
Leave A Reply

Exit mobile version