দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নওগাঁ জেলা জজ আদালতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ অক্টোবর) সকালে নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ২য় ও ৩য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগঁার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুশামীম আজাদ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগঁার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ
মেহেদী হাসান তালুকদার, চীফ জুিডসিয়াল ম্যাজিস্টেট বিশ্বনাথ মন্ডল, ২৫০ শয্যা বিশিষ্ট নওগঁা আধুনিক সদর ্র
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ আবু আনছার আলী, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান,
আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খঁান পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমানসহ সকল
পর্যায়ের বিচারক, গণপূর্ত, কোর্ট পুলিশ পরিদর্শক, সরকারি কেঁৗশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল দ্রুত মামলা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমহূ দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন মর্মে মত প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার
জন্য তিনি আহ্বান জানান।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ বলেন, নওগঁায় মামলাজট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version