তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার (৪ অক্টোবর) মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান চালায় তারা। এসময় বোতলজাতকৃত ড্রিংকিং ওয়াটার পন্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে মেসার্স নিউ সান ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা এবং উত্তরবাজারে মেসার্স আল-মদিনা রেষ্টুরেন্টে উৎপাদিত দই পন্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিলেটের বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা সুমন সাহা প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version