ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করেন। ২০২৩-২৪ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন শাকিল, চেয়ারম্যান মো. শওকত হোসেন, মো. শফিকুল ইসলাম শাকিল, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি মো. এ কে এম কামরুজ্জামান মনি, যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুস ছবুর, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লাসহ বৃক্ষ মেলায় আগত কৃষক ও বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। কৃষি মেলায় মোট ১৪টি স্টল অংশ গ্রহণ করেন।