কে. এম. সাখাওয়াত হোসেন :

“ক্যাডার বৈষম্য নিরসন চাই“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালনের কর্মসুচী হিসেবে নেত্রকোণা সরকারি বলেজের বিসিএস ক্যাডারের শিক্ষকবৃন্দ কর্মবিরতি পালন করেছে।

সোমবার (২ অক্টোবর) নেত্রকোণা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নেত্রকোণা সরকারি কলেজ ইউনিটের ব্যানারে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন ওই কলেজের শিক্ষকবৃন্দ। এতে কলেজের অধ্যক্ষ মো. নূরুল বাসেতের নেতৃত্বে বিভিন্ন বিভাগের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা এ কর্মসূচী পালনে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মোতাবেক আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতীকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভুতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সর্বাত্মক কর্মবিরতি পালন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version