ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) বিকেলে ষাইটপাকিয়া মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এজাজ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাছিমুল হাসান,নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, সদর উপজেলার সাধারণ সম্পাদক খোকন মল্লিক, নলছিটি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু প্রমুখ।