মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

জমালপুরের সরিষাবাড়িতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন -২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মানে নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফজলুল হক।

(০১ অক্টোবর) রোববার বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব ব্যাক্ত করেন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪১জামালপুর -৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে
নৌকার মনোনয়ন দিবেন বলে শত ভাগ আশা ব্যাক্ত করেন।
তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনটি বিপুল ভোটে ব্যবধানে বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলাইমান হোসেন হরেক, সহ সভাপতি এম এ রউফ, ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, বিডি মেইল এর নিজস্ব প্রতিনিধি মোঃ মশিউর রহমানসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version