এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মধ্যনগর থানা পুলিশের আয়োজনে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকল পূজা মন্ডপের দায়িত্বপপ্রাপ্ত ব্যাক্তিদের দিয়ে এই আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সভাপতিত্বে পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ ক্রান্তি সরকারের সঞ্চালনায় বক্তব্য সহ মতবিনিময় করেন মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরন তালুকদার, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিত চন্দ্র তালুকদার টিটু,হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের মধ্যনগর উপজেলা শাখার সেক্রেটারি গোপেশ চন্দ্র তালুকদার সহ ৩৩ টি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আইনশৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে দূর্গাপূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক কল্পে প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজাকালীন সময় সহ প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত পূজা মন্ডপের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক ভলেন্টিয়ার নিযুক্ত করা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version