দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান

জামালপুরের বকশীগঞ্জে চরকাউরিয়া সীমারপাড় কলেজ ফিল্ড এলাকায় রাতের আঁধারে অতর্কিত হামলা করে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাঙচুর লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতরাত (২৯ শে সেপ্টেম্বর) শুক্রবার আনুমানিক রাত দশটায় মধ্যযুগীয় কায়দায় অতর্কিতভাবে ওই এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট ও এলাকার লোকজনকে মারপিট করে সিনেমা স্টাইলে এলাকা ত্যাগ করে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অত্র এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমিজমা বিরোধ সংক্রান্ত জেরে ঘটনাটি ঘটে। অত্র এলাকার বাসিন্দা আজিজের বাড়িতে টিভি দেখা কে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা সন্ত্রাসী নুর ইসলাম, সাহামত, ভুট্টু, মনু, শামীম এর সাথে কথা কাটাকাটি এবং মনোমালিন্য হয়, এই সুযোগে পূর্ব শত্রুতার জের হিসেবে তারা এলাকার লোকজনের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর লুটপাট চালায়। বর্তমানে সন্ত্রাসীরা মামলার ভয়ে পলাতক রয়েছে। এরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের একের অধিক মামলা রয়েছে। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করলে, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল ঘটনাটির সত্যতা স্বীকার করেন, এবং বলেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে সঠিক তদন্তে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অত্র এলাকার বাসিন্দারা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছে। পলাতক সন্ত্রাসীরা এলাকাবাসীকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version