আরিফুর রহমান, ঝালকাঠি।।
ঝালকাঠির নলছিটি পৌরসভার সবুজবাগ এলাকায় পুকুরের মধ্যে বাঁশ ও কাঠ দিয়ে মাচা বানিয়ে তিন বাস ধরে নাতিকে নিয়ে বসবাস করে আসছে বিধবা নারী মিনারা বেগম। তার অসহায়ত্বের বিষয়টি ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানতে পেরে নিজ তহবিল থেকে পাঁচ হাজার টাকা সহয়তা প্রদান করেন ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অসহায় মিনারা বেগমের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়। টাকা পেয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মিনারা।
এর আগে গত শুক্রবার রাতে মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নেট একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের লাশ দাফন কাফনের জন্য ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, অসহায় মিনারা বেগমের কষ্টের কথা জানতে পেরে তাকে সামান্য কিছু সহয়তা করেছি। আসলে সমাজের বিত্তবানদের তার পাশে এগিয়ে আসা উচিত।