দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৭বছর পরে নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটে বাংলাদেশ বেতারের নোয়াখালী জেলা প্রতিনিধি বখতিয়ার শিককদার সভাপতি এবং দৈনিক যায়যায়দিন পত্রিকা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের তত্ত্বাবধানে দ্বি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৫জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মিরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি পদে ২জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু’জন এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু (চ্যানেল আই) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য, নুর রহমান ২৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য, মাহাবুবুর রহমান ২৩ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version