দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ-অর্থ) কর্মসূচির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ডিমলা উপজেলায় ১১০ টি টিআর প্রকল্পের বরাদ্দ ৫৭ লাখ ৪১ হাজার ৬ শত ৬৫ টাকা ও ২৯ টি কাবিটা প্রকল্পের বিভাজনকৃত ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭-নভেম্বর) দুপুরে উক্ত প্রকল্পের চেক বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রকল্পের সভাপতির হাতে চেক তুলে দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি।

চেক হস্তান্তরের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারসহ সূধীজন।

অপরদিকে একই দিনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দশটি ইউনিয়নের বরাদ্দকৃত ২৬০ পরিবারের মধ্যে প্রথম দিনে ১৩০ টি নলকূপ বিতরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version