দেওয়ান রানা, মদন (নেত্রকোণা)প্রতিনিধি:
নেত্রকোণা মদন উপজেলা” জাতীয় স্থানীয় সরকার দিবস’-২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার পরির্দশনে মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
সোমবার (১৮ সেপ্টেম্বর)বিকালে উপজেলা পরিষদের মাঠে জাঁকজমকপূর্ণ উৎসব মূখর পরিবেশে মাধ্যমে এ মেলার প্রধান অতিথি হিসেবে নেত্রকোণা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃহাবিবুর রহমান। আটপাড়া উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম।
দিবসটি আয়োজন করেন উপজেলার প্রশাসন, এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ। উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন দপ্তরে ১৫ টি স্টল প্রদশর্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম মেয়র মোঃসাইফুল ইসলাম সাইফ ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন , খালিয়াজুড়ি সার্কেল,মোঃরবিউল ইসলাম, ভূমি সহকারী কমিশনার, মোঃশাহানূর রহমান, চানগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আলম তালুকদার ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি , গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম খান মামুন, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাফায়ত উল্লাহ রয়েল, বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, জন স্বাস্থ্য উপ-সহকারী মোঃ মাহবুব রহমান সুমন, , বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব সহ ৮ টি ইউনিয়নের সচিব গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ গন মাধ্যম কর্মীগণ।