মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তাবায়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকল লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা এড. নবেন্দু ভট্টাচার্য্য, প্রত্যুষ ধর, আওয়ামীলীগ নেতা ধীরেন্দ্র ধর, নারায়ণ মল্লিক সাগর, রনজিত অধিকারী, নির্মল কুমার সিংহ, সুবল দেব, হিমাংশু পাল, স্বপন দেবনাথ,  হিমাংশু রুদ্রপাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইনসহ বিভিন্ন দাবী দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version