কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
রোববার(১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন,কমলগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক এড. সানোয়ার হোসেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রণীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, নুরুল মোহাইমিন মিল্টন,শাব্বীর এলাহী,শহীন আহমেদ, পিন্টু দেবনাথ, জয়নাল আবেদীন,আশহাবুজ্জামান শাওন,নির্মল এস পলাশ, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।