মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়াম রুমে কটিয়াদী বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,পিজিসিবি লিমিটেডর প্রকৌশলী জুলফিকার আলী কাউসার,কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমীর সাঃ সম্পাদক আরিফুর রহমান উজ্জল,টিকাদানকারী সুপার ভাইজার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাঃ সম্পাদক বদরুল আলম নাঈম।
এ সময় লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফাহাদ,ডি-কোড এডুকেশন কোচিং সেন্টারের পরিচালক জিসান আজাদসহ শিল্পকলা একাডেমীর সকল সদস্য,ডি-কোড এডুকেশন কোচিং সেন্টারের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।