শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ছাত্রদলের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমরা ছাত্রদের হাতে খাতা-কলম তুলে দিয়েছিলাম। সেজন্যই বলি অশিক্ষিতদের হাতে বাংলাদেশ চলতে পারে না। দেশের উন্নতি হতে পারে না।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্ম হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এখন নাকি তারা গণতন্ত্র উদ্ধার করবে। নির্বাচন তাদের উদ্বেগের বিষয় নয়। জনগণের ভোটের অধিকার নিয়ে তারা আবারও ছিনিমিনি খেলতে চাইছে।

এ সময় শেখ হাসিনা সরকারের অপপ্রচারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে এবং সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, ‘যাদের জন্ম মিলিটারি ডিক্টেটরদের হাতে; জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছে; সেই ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি বিএনপি আর যুদ্ধাপরাধীরা এ দেশের কল্যাণ কখনো চাইতে পারে না।

Share.
Leave A Reply

Exit mobile version