মোঃ নাজমুল হোসেন বিজয়।
বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনায় খাদ্য অধিদপ্তরের ৯০ বস্তা চালসহ একটি মিনিট্রাক জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সাথে নগদ ২০ হাজার টাকাসহ সজিব খান (৩০) নামের এক যুবকে আটক করা হয়।

গত মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৯ টার দিকে বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকা থেকে খাদ্য অধিদপ্তরের চালসহ তাকে আটক করা হয়।

আটককৃত, সজিব খান (৩০) তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের টিসিবি’র ডিলার এবং মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জালাল খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিক্রির উদ্দেশে বরগুনার তালতলী উপজেলা থেকে ট্রাক ভর্তি খাদ্য অধিদপ্তরের চাল নিয়ে রওয়ানা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে বরগুনা পৌর শহরের গগন স্কুল সড়কে অভিযান পরিচালনা করে মিনি ট্রাকসহ ৯০ বস্তা চাল ও ২০ হাজার টাকাসহ সজিব খানকে আটক করতে সক্ষম হয়েছি।

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, আটক সজিব খানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version