তিমির বনিক ,মৌলভীবাজার প্রতিনিধি::

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা দোয়া ও গণভোজের আয়োজন করেছে বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদ রাজনগর।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা অডিটেরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু জাতীয় স্মৃতি পরিষদের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো, জিল্লুর রহমান।
বক্তারা ১৫ আগষ্টের পলাতক সব খুনিদের দেশে শাস্তি এনে শাস্তি কার্যককরার দাবী জানান। সেই সাথে দলের সুবিধাভোগীদের কোনঠাসা করে তৃণমূলের আদর্শের কর্মীদের দলের গুরুত্বপূর্ণ স্থানে বসাতে দলের হাইকমান্ডের প্রতি আহ্ববান জানান।

বিশেষ অথিতির বক্তব্যে অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো, জিল্লুর রহমান, জাতীর পিতাকে নিষ্ঠুর ভাবে খুন করে খুনিরা ব্যাক্তি শেখ মুজিবকে খুন করতে পারলেও আদর্শিক মুজিব দেশে কোটি কোটি অনুসারীদের চিন্তায় চেতনায় বিরাজমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে এসেছেন তার মুলমন্ত্র ছিল জাতীর পিতার আদর্শ। জাতীর পিতার আদর্শের পথে আমাদেরকে সামনে আরও পথে পারি দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফয়ছল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তি, কেন্দ্রীয় যুবলীগের উপ মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন প্রমুখ। পরে দোয়া মাহফিল ও গণভোজে কয়েক হাজার মানুষ অংশ নেন।

Share.
Leave A Reply

Exit mobile version