দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচববি উপজেলার হাটখোলা সীমান্তে টহলরত বিজিবি সদস্যের অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ১৯৬০ পিচ এ্যাম্পলসহ বজলুর রশিদ ওরফে বটুমিয়া (২৮ ) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ রোববার সকালে আটক আসামীকে মাদক মামলায় পাচবিবি থানায় সোর্পদ করা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টায় পূর্ব উচনা সীমান্তের ২৮১/২৩ এস এলাকা হইতে মাদক ব্যবসায়ীকে আটক ও মাদক উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম উচনা গ্রামের কাশেম মিয়ার পুত্র।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক জানান, উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/২৩এস পিলারের পার্শ্ব দিয়ে এক দল চোরাকারবারী মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহলরত বিজিবি সদস্য তাদের ধরতে ওৎ পেতে থাকে। বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী বজলুর রশিদ ওরফে বটুমিয় কে আটক করেন এবং ১৬৮ বোতল ফেন্সিডিল ও ১৯৬০ পিচ এ্যাম্পল উদ্ধার করে।

পরে পাঁচবিবি থানায় ২০১৮ সালে মাদকক্রব্য নিয়ন্ত্রন আইনে ২জনকে পলাতক দেখিয়ে ধৃত আসামীকে থানায় সোর্পদ করেন। মামলা নং- ৪৫।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version