এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান মামলার পলাতক আসামি আলালা মিয়া কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।
২৬ (আগস্ট) ভোর রাতে অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের বাঙালভিটা গ্রাম থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামি কে ধরতে সক্ষম হয় মধ্যনগর থানা পুলিশের একটি দল।
আটককৃত আসামি বংশীকুন্ডা( উ:)ইউনিয়নের বাঙালভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান হোসেন বলেন,পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান মামলার এক আসমি কে গ্রেপ্তার করে বিচারিক আদালতে প্রেরণ হয়েছে।