নিকলী সংবাদ দাতা: গতকাল ২১ জুলাই ২০২৩ কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে ক্লাইমেট এ্যাকশান গ্রুপ গঠিত হয়েছে। বেসরকারী সংগঠন পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টশন পপি’র উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা এবং দাতা সংস্থা সুইডেন এ্যাম্বেসী’র সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় বাস্তায়নাধীন ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-ক্রিয়া” আয়োজনে উপজেলা পর্যায়ের আলোচনা সভার মাধ্যমে উপজেলা কমিটি গঠিত হয়। সভার মূল সঞ্চালকের ভূমিকা পালন করেন জনাব এস এম রেজাউল হক মামুন, প্রকল্প সমন্বয়কারী ক্রিয়া প্রকল্প। সভায় জলবায়ু পরির্বতনের কারণে হাওড় অঞ্চলের মানুষের দূর্দশা এবং আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করেন উপস্থিত সদস্যগণ এবং সর্বসম্মতিক্রমে অবসর প্রাপ্ত শিক্ষক জনাব আইয়ুব আলীকে সভাপতি এবং সাংবাদিক আব্দুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে নিকলী উপজেলার নানা পেশার নারী পুরুষসহ মোট ২৭ জন উপস্থিত ছিলেন। প্রকল্পকমী সুইটি খাতুন, প্রকল্প কর্মকর্তা জনাব শাহীন হায়দার এবং মো: আরিফুর রহমান, প্রকল্প হিসাব ও প্রশাসন কর্মকর্তা অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন।